এত আলো তবু ঘোচে না আঁধার!
জাগে না বিবেক!
হাজার আলোর নিচে জমে থাকে
কবেকার সেই অন্ধকার!
সেই অন্ধকারে একই খেলা,
ক্ষমতা দখলের নগ্নরূপ!
করোনার করাল গ্রাসে
মরছে মানুষ, মরুক না!
সবার উপরে আজ আর,
মানুষ সত্য নয়,*ক্ষমতাই সত্য ,
রাজা জয়ী হলে পুণ্য এ মাটি,
পবিত্র হবে আমার স্বদেশ!
শ্মশানের আলোক-স্তম্ভের নীচে,
জমাট অন্ধকারে সার সার করোনার
লাশ বেড়ে চলে,
মরছে ওরা মরুক না,
ঘাসের বংশ, জন্মাবে আবার!
যখন করোনায় জ্বলেছে সমগ্র দেশ,
নিরো তখন সভামঞ্চে
বাঁশি বাজাচ্ছেন!
হল্লার রাজা চলেছেন সভায়,
বেশি বেশি লোক আনা চাই,
রাজার সভায় ভিড় না হলে,
রাজার-ই অসম্মান!
রাজার মিছিলে ভিড় বাড়াও,
মুখে মাক্স নাইবা থাকুক,
খোলা মুখে জয়োধ্বনি দাও,
আওয়াজ বাড়াও,
শুনে রাজা হবেন খুশি!
রাজা হলে খুশি,জিতিলে যুদ্ধে,
দান পাবে বেশি বেশি!