সত্যটা হোক যতই কঠিন তবুও তাকেই মানি।
মিথ্যায় ঢাকা ক্ষণিকের সুখে পস্তাতে হবে জানি।
সত্যের পথে শুদ্ধ জীবন চলতে তোমরা পারো।
জীবন হবেই ফুলের মতন বাড়বে যে আয়ু আরো।
মিথ্যার পথ মানলে কখনো জীবনে পাবে না দাম।
সমাজ তোমায় মনেতে রাখবে করো সততার কাম।
সত্যটা হোক যতই কঠিন তবুও তাকেই মানি।
মিথ্যায় ঢাকা ক্ষণিকের সুখে পস্তাতে হবে জানি।
সত্যের পথে শুদ্ধ জীবন চলতে তোমরা পারো।
জীবন হবেই ফুলের মতন বাড়বে যে আয়ু আরো।
মিথ্যার পথ মানলে কখনো জীবনে পাবে না দাম।
সমাজ তোমায় মনেতে রাখবে করো সততার কাম।