ইলশেগুঁড়ি ইচ্ছে আমার জীবনকে ধমকালো
— ভাসিয়ে দেবার অক্ষমতা মানিয়ে নেওয়া ভালো ।
মানিয়ে নেবার সাধ্যে স্নায়ু , কমে এবং বাড়ে
মনের ভিতর মন গজালে আলোক অন্ধকারে ।
বেহিসেবী যখন হবার তখন হলাম কই !
সময় বড় বিজ্ঞ দাঁড়ি , ফেরায় না আর থই ।
থই না পেলাম , কই এর প্রাণে দিব্য বেঁচে আছি
বুড়ি ছোঁয়ার শেকলে হূল , যাই না কাছাকাছি ।
মাছির জন্মে লজ্জা কীসের ? মুক্ত ডানায় শ্বাস
যা হয়েছি , সত্যে ফুটুক সুন্দরে বিশ্বাস ।