কুশক্ষেত্রবাসী নারী জবালা যে নাম,
থাকে পর্ণ কুটিরেতে দরিদ্রতা সনে
শিশুপুত্র সঙ্গে নিয়ে ঘনচ্ছায় বনে
সরস্বতী নদী তটে নিরিবিলি গ্ৰাম।
অদূরেতে গৌতমের তপোবন ধাম
শিশুর হৃদয়ে ইচ্ছা যাবে তপোবনে
গৌতমের কাছে দীক্ষা নেবে সযতনে
সেই মত ছুটে চলে শিশু সত্যকাম।
গৌতম বলেন শুনে গোত্র কি তোমার
পিতা নাম কি তোমার মাতা নাম বা কী
আর যত পরিচয় বলো সব বাকি
শুধুমাত্র ব্রাহ্মণের দীক্ষা অধিকার।
সত্যকাম বলে দেব গোত্র জানি নাতো
মা’র কাছে জেনে এসে জানাবো তখন
পরদিন শিশু এসে বলে ভগবন
বহু পরিচর্চা বলে আমি গর্ভজাত
গোত্র তাই জানেনা মা নয় কিছু জ্ঞাত।
এসকল কথা শুনে শিষ্য বালকেরা
ধিক্কার জানায় কেহ কেউ হাসে আড়ে
লজ্জাহীন অনার্য যে ব’লে হাঁক পারে
কথা শুনে মুনি বলে তুমি সর্বসেরা।
সত্যকামে দুটি হাতে করে আলিঙ্গন
মুনি বলে দ্বিজ তুমি সত্যকুল জাত
ব্রহ্মবিদ্যা শিক্ষা আমি দিবো বিলক্ষণ
অব্রাহ্মণ নও তুমি এ নিশ্চিত তাত।