চোখে আমার ছানি পড়েছে
বলে ভেবোনা তোমরা কেউ।
আমি এখনো দেখতে পারি
তোমাদের থেকেও অনেক দূর।
আমি শুধু ভান করি
দেখতে কিছু পাইনা আমি।
যাতে তোমরা বুঝতে পারো
বয়সটা আমার হয়েছে সত্তর।
দেখেছি অনেক এই ভারতে
পালাবদল যে হয়েছে কত?
জানি তোমরা বলবে সবাই
বয়সটা আমার হয়েছে সত্তর।
বুড়ো আমি হয়ে গেছি
ভাবছো এটা তোমরা সবাই।
কিন্তু আমি ভাবিইনা তা
যদিও আমার বয়স সত্তর।
আমি এখনো কচি কাঁচা
মনটা আমার সরেস তাজা।
তাহলে তোমরা বলছ কেন?
বয়সটা আমার হলইবা সত্তর।