আমার উল্টো দিকে বসে আছে ক্ষমতা
আর আমি এখনো আমার আপনজনদের
বুঝে উঠতে পারিনি, এদিকে শেষ সময় কালের প্রহরের মতন দাঁড়িয়ে উপহাস করে চলেছে ।
আমি সমাজের ব্যাকরণ জানিনা,
আমি মানিয়ে চলতে পারি না ,
তাই ক্ষমতা আমাকে চেনে না ,তার অনুচরেরা
আমার দিকে নজর রেখে চলে,
আমার কলম কি বলছে , কি বলতে চায় !
প্রভাবশালীদের আমি ভয় পাই ,
ভয় পাই যেকোনো ধরনের অশান্তিকে।
তাই গুটিসুটি মেরে থাকি,
তাই পথ চলি সতর্ক সাইরেনে।
আমার উল্টো দিকে বসে আছে ক্ষমতা,
আমি বসে আছি ব্যাগের মধ্যে কলমটাকে
শক্ত করে ধরে রেখে যাতে ও যেন
জন্ম না দেয় কোন বিতর্কিত কবিতার ।