চার এক্কে চার -এখন ঘরে থাকা দরকার।
চার দুগুণে আট-থমথমে ,ব্যস্ত রাস্তাঘাট।
চার তিনে বারো-সমস্যা আসছে হাজারো!
চার চারে ষোলো-হাত ধোওয়া সব হলো?
চার পাঁচে কুড়ি-সব জেনেও কিনা আনাড়ি!
পাঁচ এক্কে পাঁচ-করোনা’র ভেলকি নাচ।
পাঁচ দুগুণে দশ-ঘরে কাটছে না সময় বস।
পাঁচ তিনে পনেরো-একাকিত্বে চাপ মনেরও।
পাঁচ চারে কুড়ি- চলো মাস্ক অবশ্যই পড়ি।
পাঁচ পাঁচে পঁচিশ-সবাই কে কেমন আছিস?
ছয় এক্কে ছয়: ফেক নিউজে যেন কান নয়।
ছয় দুগুণে বারো: দুশ্চিন্তা ভয় সব ছাড়ো।
ছয় তিনে আঠারো:জিতবই দেখো আবারো।
ছয় চারে চব্বিশ: অযথা বাইরে বেরুচ্ছিস!
ছয় পাঁচে ত্রিশ-দুঃস্থদের সহায়তা করিস।