সঙ্গী ছাড়া জীবন আঁধার সঙ্গী জীবন সাথী
সঙ্গী বাঁধে গাঁটছড়া তাই সাত পাকেতে বাঁধি।
সঙ্গী থাকলে জীবন আলো না থাকলে সব কালো
সঙ্গী হলো মনের আরাম সুসঙ্গী তাই ভালো।
জীবন এমন জীবন যেমন জীবন মন্দ ভালো
জীবন কাটাই সঙ্গীও চাই জীবন কাছে এলো।
রূপের বাহার না থাক তাহার অরূপ রূপের রাণী
মন যদি পাই কিছুই না চাই সঙ্গী চিন্তামণি।
সঙ্গী সে নয় হোক আধুনিক নয় পুরাতন গান
সঙ্গী বিনে কাঁদে সবাই সঙ্গী সবার প্রাণ।
পরাণ সখা জীবন মিতা নয়কো ছাড়াছাড়ি
মনের কোণে তাই গোপনে বন্ধুর ঘর গড়ি।
জীবন সখা প্রাণের কথা ব্যথার দুনিয়ায়
গড়ের মাঠে নদীর ঘাটে বৈঠা মাঝি বায়।
লাগলো দোলা ফাগুন বেলা বাসন্তী পূর্ণিমা
চাঁদের আলো লাগলো ভালো সঙ্গীর ভঙ্গিমা।
ভালো থাকুক সঙ্গী আমার পরাণ প্রিয় সাথী
দুই জনেতে একলা রাতে জ্বালাই সাঁঝের বাতি।।