সমুদ্রের টানে নদী বহমান
মোহনায় গিয়ে মেশে ,
মনের হরষে মিলন খেলায়
রত্নাকর যায় ফেসে
টলমল পায়ে তটিনী চলেছে
অরণ্য,পাহাড়,ছাড়ি
সাগরের প্রেমে হাবুডুবু খেয়ে
চলে লাস্যময়ী নারী।
সমুদ্রের টানে নদী বহমান
মোহনায় গিয়ে মেশে ,
মনের হরষে মিলন খেলায়
রত্নাকর যায় ফেসে
টলমল পায়ে তটিনী চলেছে
অরণ্য,পাহাড়,ছাড়ি
সাগরের প্রেমে হাবুডুবু খেয়ে
চলে লাস্যময়ী নারী।