ধরার মাঝে সেরা ধন যে
পিতা মাতায় মানি,
তাঁদের মতো আপনজনা
ভবেতে নেই জানি।
পিতার কাছে শুরু আমার
যবে হাঁটতে শেখা,
মায়ের কাছে বসেই শিখি
বর্ণমালা লেখা।
শত কষ্ট সয়েও তাঁরা
হাসি ফোটান মুখে,
তাঁদের সেবা করলে রবো
জীবন পথে সুখে।
একটুখানি অসুখ হলে
জাগেন সারা রাতি,
জীবন পথে প্রেরণা দিয়ে
জ্বালেন আশা বাতি।
পিতা-মাতার করবো সেবা
শান্তি দেবো মনে,
কবচ হয়ে তাঁদের দোয়া
রবে আমার সনে।