বিশ্বজুড়ে রয় উৎকণ্ঠা
দূরদর্শনের পানে চেয়ে,
সফল হলো অবতরণ
চাঁদের মাটি বেয়ে।
অশোক স্তম্ভ আঁকা চাকা
আঁকলো প্রতীক বক্ষে,
চন্দ্র দিনে কর্ম শুরু
ঠাকুর করো রক্ষে।
তেইশ আগষ্ট গড়ল ভারত
ইতিহাস এক চাঁদে,
মহাকাশযান অবতরণ
আনন্দে সব কাঁদে।
ভারত নিশান চাঁদের পৃষ্ঠে
উড়ছে কেমন হেসে,
চন্দ্রযান তিন সেলাম তোমায়
ভারত মাতার দেশে।
ইসরো আনলো অগ্রগতি
বিজ্ঞানেরই দানে,
ভারতবাসী গর্বিত মোরা
শ্রেষ্ঠ আসন মানে।