কতদূরে আছো এবে দেবী দুর্গা মাতা,
পথে ঘাটে খানাখন্দে শঙ্কার বারতা।
অতি মনোহর ধাম কৈলাস পুরী হতে,
আসিতেছ সপরিবার মর্ত্যভূমির পথে।
ধনসম্পদ আর শান্তি দানে লক্ষ্মীদেবী সবে,
বিদ্যার্জনের অতুল রত্ন সারদা দেয় ভবে।
সিদ্ধিদাতা শ্রীগনেশজী বিঘ্ন সবার নাশে,
ময়ূর পৃষ্ঠে কার্তিক চলে মুখে হাসি রাশে।
আসিতেছো দুর্গা মাগো সবে লয়ে সাথে,
ষষ্ঠীতে বোধন জানি হৃদে খুশি তাতে।
ধরাবাসী অপেক্ষাতে প্রহর গুণে চলে,
দেরী আর সহে না মা চোখ ভরে জলে।
চারিদিকে সাজো সাজো আয়োজন সারি,
আলোক মালায় সাজে মর্ত্যে বাপের বাড়ি।
সপ্তমী অষ্টমী নবমী তিথি আমোদেতে মেতে,
ধনী গরিব সকলে চায় আশিসটা পেতে।
একইসাথে পাত পেতে প্রসাদ খাবে বলে
ব্যাকুল দুচোখ জুড়ে আশার বাতি যেন জ্বলে।
দিনে রাতে টৈটৈ হৈহৈ হুল্লোড়েতে কাটে,
প্রবাসী জন পূজোর সময় ফিরে আপন বাটে।
দশমীতে বিষাদ ছায়া দুচোখ ভরে জলে,
মায়ের সেদিন ফিরে যাবার বিদায় লগ্ন বলে।
মায়ের সাথে আনন্দেতে চারটে দিনের স্মৃতি,
প্রীতির সুরে বেঁধে রাখে সুখ পরশের গীতি।