কালো মেঘ আঁধার ঘনায়
বক্ষ জুড়ে হৃদয় কাঁপায়
বৃষ্টি পড়ে মুষলধারে
প্লাবন ভাঙা নদীর পাড়ে।
সৃষ্টিরা সব গুমরে মরে
অভিমানী স্মৃতি বুক ভরে
উত্তাল ঢেউ ওঠে মন সাগরে
তবুও ভাসে হৃদয় চরাচরে।
শান্তি খোঁজে গাঢ় আঁধার
ব্যাকুল হয়ে ওঠে হৃদয় তার।
সুরে যদি ঝরে শ্রাবণের ধারা
হবে যে তার হৃদয় আত্মহারা।