শক্ত নয় পিছলে যাওয়া , শক্ত ধরে রাখা ।
ঝুলন্ত রাত্রির থামে সাপলুডো খেলা ।
সোজা নয় , ক্লান্তির স্বাদ মেখে
বিষাদের বিষ গিলে ভৈঁরৌ- ভাঁড় হওয়া !
উপরন্তু , গুরুভার বোঝার আঁটিতে বসে
নিম্নোক্ত পঙক্তি ধুরন্ধর ।
— ক্রমাগত সম্মানের মান ধরে রাখার মূল্য
সহস্র আয়ুর সমান ।
তবুও শব্দহীন ভোঁতা সহবাসে
সমস্ত ভাবনার ভ্রুণে জেগে ও জাগিয়ে
লিখে চলি নীল ভালবাসা ।
অবৈতনিক শ্রমের উঠোনে নাচে নগ্ন ইউরেকা !