চাপা পড়েছে আগুন
চাপা পড়ল আগুন –
গুঞ্জনে ঝালাপালা কানের ভেতর দিয়ে হামাগুড়ি মেরে
বিবেকের দোরগোড়ায় কড়া নাড়ে ভয়ার্ত চোখ-মুখ !
এ যে ধুন্ধুমার কাণ্ডের ভরণপোষণ!
সম্ভাবনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তখন
অট্টহাস্যে রাজপথ কাঁপায় বেবুনের দলবল।
ভীরু ভীরু দৃষ্টিপাতে ঘোলাটে দুনিয়ায়
স্ফুরিত প্রতিভা তালে কি অচেনা অতিথি?
অসহ্য হিংসুটে থাবা বীজ নষ্টের নেশায় মরীয়া
অঙ্কুরেই, আঁধার নামুক না ধীরে ধীরে
দুঃখের বর্ষণে।
চাপা পড়ে যায় কত না আগুন
শোষণের আদলখানিও বাড়ে লক্ষগুণ।