দেরি হলাে,
তােমারাে কিছুটা দেরি হলাে,
আমারাে কিছুটা দেরি হলাে।
তা হােক, তুমি তাে জানাে,
এর চেয়ে আরাে ছাড়াছাড়ি,
এর চেয়ে আরাে দেরি মানুষের হয়।
অতএব যদি পারাে,
একবার শেষবার এসাে।
হাত ধরাধরি করে এসাে গান গাই,
বসি ওই দীঘির সিঁড়িতে।
এসাে স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা
এতদিন পরে,
একবার শেষবার এসাে।