আমাকে কেউ মানতে চাইছে না ওরা
আমার শিক্ষা—
সংস্কৃতি—-
সাহিত্যচর্চা—-
আমার কথা বলা—–
আমার সবকিছুই ওদের পছন্দ হয় না।
সদা সর্বদা ওদের মঙ্গল কামনা করি আমি
তবুও ওরা আমাকে গুরুত্ব দেয় না
ওদের কাছে বিন্দুমাত্র গুরুত্ব পাওয়ার আশা আমি করি না
তবুও ওরা এমন অঙ্গি-ভঙ্গি দেখায়
যেন মনে হয় আমার জন্য ওরা কত কি না করছে…!
এই মূল্যহীন আমির মাঝে আমি কিছু করে যেতে চাই
ওরা আমার সেই ভাবনাকে বুঝতে চাইছে না
আমি বোঝাতে চাই-ও না
কবে; কোন দিন; ওরা আমায় বুঝবে জানিনা
তবে একদিন তো বুঝবে নিশ্চয়ই
হয়তো সেদিন আমি এই পৃথিবীতেই থাকবো না।
আমার আত্মা সেদিন অন্য দেহের মাঝে বসবাস করবে
আমার প্রতি ওরা জানাবে শ্রদ্ধা, স্মরণ, আমরণ
আমিও শুধু দেখে যাব,
কোন প্রাপ্তি স্বীকার করতে পারবো না সেদিন।
তবুও তো এটুকু দেখে শান্তি পাব যে
ওরা আমায় শেষ পর্যন্ত বুঝতে পারল।