কাছে আসছো দূরে যাচ্ছো
সুরে বসবে কবে !
মনে রাখছো ভুলে থাকছো
মূলে আসছি তবে ?
দেবো ধর্ণা হবে ঝর্ণা ?
ঘরকন্নায় বান !
ঢেউ উঠবে নদী জাগবে
আমি হবো সাম্পান ।
ঘরে পরবাস মনে সহবাস
অংশত সুরে বাণী ,
এসো মধুমাস হই বারো মাস
হওয়া সোজা নয় জানি ।
দোটানার শোক হোক বীতশোক
কিছু সংশয় থাক ,
কেননা মানুষ নয় তো ফানুস
শেকড়ে মায়ার চাক ।