যেভাবেই ঢাকতে বলো , আলজিভে মনের কথা
শেকড়ে আলোর ডগায় , ডগমগে সত্যলতা ।
ঢাকলেই জাগবে না ফুল , ফুটেছে কান্ড ফুঁড়ে !
হিসেবী কান্ডজ্ঞানের , ফাঁক গ’লে গন্ধচূড়ে ।
যে রসে মোম জোছনায় , রসিকের পাখনা ওড়ে
সে রসে আহ্লাদী দূত , ভিড় ভেঙে দু’মন জোড়ে ।
জুড়ে জুড়ে যেদিন হবে , নীল নীল হরপ্পা বান
সেদিনের অপেক্ষাতে , এ মনের বল্কলী যান ।
ততদিন সুরেই থেকো , বারোমেসে বাসন্তী ঘ্রাণ
পেতে আছি বুকের পোতে , সংযমী নেশার সোপান ।
যে জলে উঠছে না ঢেউ , হ্লাদিনীর পদ্ম ঢিলে
সেই জল জড়িয়ে জালে , আকন্ঠ অন্ত্যমিলে ।
মিলে মিল থোড় বড়ি সুখ , রোমাঞ্চ না’য়ের রোমে
কূপে কূপ বৃষ্টি বানায় , চুপছাপ রোদের ব্যোমে ।