কখনো কখনো মনে হয় জীবনের অনেক দাম
কখনো মনে হয় জীবনের এক নয়া পয়সাও দাম নেই
কখনো মনে হয় শূন্য থেকে আবার শুরু করি
কখনো মনে হয় শূন্যতেই শেষ করি
শুরু থেকে শেষ পর্যন্তই শূন্যতার প্রসঙ্গ ।
শূন্যকে আপন করতে পারলে পূর্ণতা আসবেন নিশ্চিত
জীবনের অলক্ষে শূণ্যকে রাখলে জীবনের মূল্যায়ন অনিশ্চিত
শূন্যের আগে ও পরে কিছু শব্দ থাকতে হবে;
শূন্য বিনা শব্দরা আশ্রয়হীন,
সব সংখ্যারাই বিপ্লব ঘটাতে পারবে
যদি তাতে শূন্য থাকে।
শূন্য ছাড়া সংখ্যা গুলো বড়ই অসহায়
শূণ্যকে আঁকড়ে ধরে বড় হওয়া জীবনকে সর্বদা সম্মান জানাতে হয়
শূন্যের সাথে সংযোগ রেখেই সকলকে এগোতে হয়
জীবন জুড়ে শুধু শূন্য;শূন্য;শূন্য;
তাই; শূণ্যতাকেও সম্মান জানাতেই হয়।