আমার সমস্ত কান্না তোমাকে উৎসর্গ করলাম
আমার হাসি তুমি নিয়ে গেছো সুদূরের পারে
আমার বেদনা-ঘন বিকেল টা হারিয়েছি তব দ্বারে
তোমার ভাবনার আকাশ টা আঁকড়ে ধরলাম!
অযুত চেতনার রঙমশালে তুমি উজ্জ্বল আলোক
আমার স্মৃতির খেয়ালে তুমি চির ভাস্বর ভূলোক।
অবারিত দ্বার তোমা-পানে চেয়ে মৌন চিৎকারে মত্ত,
রক্তাক্ত হৃদয় ,মুখর হতে চায় নীল বেদনায় অবিরত।
একেকটা মূহুর্ত একটা যুগ হয়ে প্রতীক্ষা-রত
কখনো ফেরার কথা যদি ভাবো , এসো সুজন
বুকের গভীরে সেই শূন্যতায় রয়েছে ,রবে চিরকাল
ফুলে ফুলে আবৃত ব্যথার প্রদীপে আলোকিত আসন।।