বসন্তের শিহরণে তোমাকে যখন করি অনুভব
অনুভব করি তোমার পলাশ রাঙা ওষ্ঠ
ওষ্ঠ যেন থড়থড় করে কাঁপে ফাগুন হাওয়ায়
হাওয়ায় ভেসে বেড়ায় সহস্র পরাগ রেণু
রেণু দিয়ে ঢাকা যেন প্রেয়সীর তন
তন ঢেকে রাখা যেন পলাশ ছোঁয়ায়
ছোঁয়ায় এত মধু সারা শরীরে শিহরণ জাগে
জাগে পলাশ শিমুলের সব আনন্দ ঘন মুহূর্ত
মুহূর্ত স্তম্ভিত হয় পিকের কুহুতানে
কুহুতানের শব্দে পলাশ প্রিয়ার মনে পড়ে নানা মুহুর্ত
মুহূর্ত গুলো জানান দিচ্ছে ফাগুন হাওয়া এসেছে বসন্তের।