এবারে পুজোটা কিন্তু হল না মনের মতো
আগামী সনে পুষিয়ে নেব ইচ্ছে ছিল যত
বছর জুড়ে অপেক্ষা করি পূজার কটা দিন
মা আসার অপেক্ষায় মনে বাজে খুশির বিন
মা আবার কৈলাশ থেকে আসবে, কৈলাশেতে ফিরে যাবে
দেখবে ভাইরাস মুক্ত”আসছে বছর আবার হবে”
এবারে পুজোটা কিন্তু হল না মনের মতো
আগামী সনে পুষিয়ে নেব ইচ্ছে ছিল যত
বছর জুড়ে অপেক্ষা করি পূজার কটা দিন
মা আসার অপেক্ষায় মনে বাজে খুশির বিন
মা আবার কৈলাশ থেকে আসবে, কৈলাশেতে ফিরে যাবে
দেখবে ভাইরাস মুক্ত”আসছে বছর আবার হবে”