এসেছিলে তো একা জানি এ’পৃথিবীতে
সে লগন শুভ ছিল কি ছিল না সে তিথিতে
পার কিনা বল কত ছিল সে জন্ম সাল
দেখেছিলে কি দেখনি ঝলমলে সে সকাল
কেঁদেছিলে কি কাঁদনি মা বলে ডেকে
উঠেছিল কি মা তোমার সে ডাকে চমকে
মনে আছে কিনা গেছ কি তা ভুলে
নিয়েছিল যে মা দুহাতে তুলে
ভাব কি ভাব না কি জানি তুমি
স্নেহ মায়া মমতার পরশে চুমি
করেছিলে কি করনি পান কতটা মাতৃসুধা
বুঝেছিলে কি বোঝনি এটাই মায়ের মমতা