চৈতী শেষে এলে তুমি
শুভ নববর্ষ,
নতুন করে মেতে উঠি
নাচে গানে হর্ষ।
সুস্বাগতম জানায় মন প্রাণ
বাংলা নববর্ষ,
হালখাতা যে সারে বণিক
ধরায় উৎকর্ষ।
দুঃখ গ্লানি বিদায় তবে
চৈত্র গানের শেষে,
সুখের কথা ভাববো এবার
পয়লা বৈশাখ বেশে।
পুরানো সব যাবো ভুলে
আনন্দেতে মেতে,
হিংসা বিবাদ রইবে পিছে
বিবেক আঁচল পেতে।
পুণ্য তিথি মানাবো সবে
লক্ষ্মী গনেশ নম,
সকাল সকাল পুজো দেবো
আমায় তুমি ক্ষম।