আবার কুরুক্ষেত্র শেষে হাজার শবের
শহরে মৃতজ্যোৎস্না একাকিনি,
গন্ধারীর অভিশাপ অংগুলী এবার কোন কৃষ্ণকে?
হায় চন্ডিদাস, রামকৃষ্ণ,কবিগুরু, নেতাজী-
আমরা কি চিনেছি আমাদের পূর্বপুরুষ বৈদান্তিক ঋষিদের?
অমল জীবন, সম্ভাবনার কাল ছিন্নভিন্ন রক্তিম অশ্রুপাতে,
অপরূপ সূর্যাস্তকে নামিয়েছি আজ
রাজপথের বিষাক্ত নর্দমাতে l
শোকের স্তব্ধতার ভেতর নগ্ন পায়ে হেঁটে
আবারও ফিরে এসেছি সেই স্তব্ধতায়!
ভ্রান্ত পথিক, বার বার পৌঁছাও কেন ভুল ঠিকানায়?
আলোহীন পরিভ্রমনে নিয়ে এলে কেন
এমন রক্তাক্ত প্রভাত?
হে শুভব্রতী মানুষ-
এসো কান্নার কাদা মেখে শুচি স্নাত হই!
বিধ্বস্ত সভ্যতার সুন্দর চিত্রকরের হাতে
তুলে দেই প্রেম আর মৈত্রীর নীলপদ্ম!
সমস্ত আকাশ জুড়ে জলদ ঝুমুরে বাজনা
বাজুক বিশ্বাসের আর ভালোবাসার,
শান্তি কামী মানুষের প্রাথর্নায় উজ্জ্বল হোক
সুন্দর এই পৃথিবীর মুখ…