যে করেছে অপমান
একদিন সে-ই করবে সম্মান
শুধু সময়ের অপেক্ষা।
যে দিয়েছে তিরস্কার
একদিন সে-ই দেবে পুরস্কার
শুধু সময়ের অপেক্ষা।
তোমায় দেখে যে দিয়েছিল গালি
ধৈর্য ধরো; সবুর কর; একদিন সে-ই দেবে হাততালি।।
এতদিন যে জানিয়েছিল ধিক্কার
একদিন সেই তোমার কর্মগুণে গর্ব করে করবে চিৎকার
শুধু সময়ের অপেক্ষা।
কোনদিন যারা তোমায় করেনি মূল্যায়ন
একদিন তারা তোমাকেই,তোমাকেই বলবে মূল্যবান
একদিন যারা রাতের অন্ধকারে ছেড়ে দিয়েছিল তোমায়
দিন আসবে একদিন,
দিনের আলোয় সেদিন তাকে ক্ষমা করবে না সময়।।
শুধু সময়ের অপেক্ষা।।