নারী ভালোবাসলে নদী হয়ে যায়।
এ আর নতুন কী! অথচ,ভালোবাসায় কোথাও শরীর থাকতে নেই!
তবু সাপের মতো পেঁচিয়ে পাহাড়ের বুক বেয়ে ওঠা নামা!
সবুজ পাতায় শিল্পকলার ফিসফাস শব্দে পাতারাও শরীরে শরীরে মিশে যায়!
শরীর যেখানে আধার,ভালোবাসায় চায় মন!
তোমাকে ভালোবেসে আমি বুকের ধুকপুকে বাসা বাঁধলাম। ঠিক যেমন করে পাখি তার বৃক্ষের বুকে বাসা বাঁধে, আশ্রয় খুঁজে নেয়।
ভালোবেসে আমি আর আগের মতো রইলাম না। বদলে গেলাম। আমার আমি কে চিনতে পারলাম না, তুমি ছাড়া আর সব তখন ব্রাত্য!
পাহাড়েরের শরীর বেয়ে তুমি তখন ধ্যানস্থ সাধক
কোন এক ঋষি।
তোমার নাম বদলে দিলাম।
তুমি আমার খুদা হয়ে গেলে!
আলো নয়,আমায় অন্ধকার রাত দিও।
ভোর নয়, শিশির ভেজা ঘাস দিও।গোলাপ নয়,
ছড়িয়ে পড়ে থাকা শিউলি ফুলের আঘ্রাণ দিও।
জ্যোৎস্না নয়, ঠান্ডা চাঁদ দিও।
সুখ নয়, চাঁদের বুকে, যে গভীর কালো কলঙ্ক আছে সব আমায় দিও।
শুধু একবার তোমার বুকে সবুজ পাখি হবো।
শুধু একবার ওই নীল গগনে উড়ে যাবো।
শুধু একবার তোমার প্রাণের পরশ দিও!
শুধু একবার ভালোবেসে হেরে যেতে দিও।
শুধু একবার!!