সেই সব ছায়াভাসা আচ্ছন্ন সকালের ছবি
মিহি কুয়াশার অন্তরালে নিস্তেজ সূর্যরশ্মি…
ঘুঘুর ফুঁটকিওয়ালা ডানায়
চমকিত রূপান্তর হেমন্ত ভোর।
হিম রাতের পরে উষ্ণতার খোঁজে
কিছু স্মৃতি রৌদ্রমাখে জানালার পাশে।
ম্লান বিকেলের দিকে ভেসে যায় বিদগ্ধ দুপুর…
স্বর্ণগর্ভ হেমন্ত বেলায় পুবের বাতাসে
সে এসে দাঁড়ায়, নবান্নের উৎসব মুখরিত
বেলা শেষে, পাতাঝরা শূণ্য শাখে
হিমাদ্রির স্পর্শের ভিতর তার
ফিরে আসার পদ-ধ্বনি শোনা যায়।