শীতের বেলা তিলের খাজা
পাটিসাপটা কত,
মায়ের হাতের রসের বড়া
খেতাম খুশি মত।
গোকুল এবং চিতোই পিঠে
মুগের পুলির ঘ্রাণে,
খেজুর গুড় আর নলেন গুড়ে
আনে তৃপ্তি প্রাণে।
রকমারি পিঠে পুলি
শীতের প্রভাত বেলা,
স্বাদে রসে অতুলনীয়
ঘরে তৈরি মেলা।
আজ হারিয়ে গেছে সে দিন
যুগের রূপটান সাথে,
মনের মতো পিঠে খাওয়া
হয়না মায়ের হাতে।