শীতের পরশ জাগায় হরষ
শরৎ বেলা শেষে,
শিউলি ফুলের সুবাস ছড়ায়
হিমেল বায়ে ভেসে।
ঘাস গালিচায় শিশির কণা
মুক্তো হয়ে সাজে,
মাঠে ভরা নতুন ফসল
শাকসবজিতে রাজে।
পরিযায়ী বিহগ দলে
জমায় যে ভিড় এসে,
ফলে ফুলে ধরা সাজে
নয়ন শোভন বেশে।
শীত সকালে মিঠে রোদে
উঠোন পরে বসে,
দারুণ মজা টাটকা তাজা
খেতে খেজুর রসে।
নবান্নের যে উৎসব চলে
বাংলার ঘরে ঘরে,
নতুন চালের পিঠে পুলি
খায় যে আয়েশ করে।