শীতের আমেজ খুশি জাগায়
সকল জনার প্রাণে,
খেজুর রসে মনটা মাতায়
দারুণ রকম ঘ্রাণে।
খেজুর গাছে সারি সারি
কলসী আছে ঝুলে,
সিউলিরা সব রসের হাঁড়ি
নেয় যে সবে তুলে।
খেজুর রসটা সুস্বাদু খুব
দারুণ মজা খেতে,
ছেলে বুড়ো আহ্লাদে খায়
শীত সকালে মেতে।
রসের হাঁড়ি জ্বালটা দিলেই
নলেন গুড় যে পাওয়া,
পিঠে পুলি পায়েস কত
দারুণ মজায় খাওয়া।
শীতের কামড় খেয়ে গাছে
পাখি পাখনা ঝাঁপে,
ঠাম্মাবুড়ি ঠকঠকিয়ে
কাঁথা গায়ে চাপে।