সবুজ অবোঝ শিশুরা যে
কোমল মনের হয়,
খেলাধুলার বয়েসটাতেই
বইয়ের বোঝা বয়।
ফুলের বাগে প্রজাপতি
ধরতে ছুটে মন,
বোঝে নাকো পিতামাতা
যারা আপন জন।
কচি শিশুর মনের পরে
লেখাপড়ার চাপ,
জ্ঞান বৃদ্ধিতে কারচুপি তে
নেই যে কোন মাফ।
ভারী ভারী বইয়ের মাঝে
শিক্ষালাভের খোঁজ,
ক্লান্ত শিশুর বুকের মাঝে
শিক্ষা- দৈত্যের বোঝ।
বিষাদে ছায় শিশুর মনটা
খেলতে ছুটতে চায়,
কেউ বোঝেনা তাঁদের ব্যথা
মরমে দুখ তায়।