তোমার এক জোয়ার পূর্ণ দৃষ্টির সম্মানে
আমার চোখে উজাগর শিশির বৃষ্টির জন্ম হয় ।
তোমার স্মৃতি শয্যায় আমার শব্দ সঙ্গম
তোমার কবিতা কল্লোলে আমার স্বেচ্ছা সমর্পন ।
যখনই বিষাদ বিষে আংশিক পাথর হয়েছি
তোমার খরস্রোতা হরিণী প্রশ্বাসে
মেদহীন মালিনীর মেঘ হয়ে গেছি ।
আমি নিবিড়ে শেকড় ভাসাবো বলে
চকোরী চশমা এসে তোমাকে
বয়সী বৃক্ষের মতো আরও গভীর করেছে ।
অতঃপর অবসরে গুরু গুরু প্রশ্ন জেগেছে ,
আবিশ্ব ভুলে শুধু তোমাকেই ভেবে ভেবে
আমি প্রায় তোমারই উশখুশ বালিশের বাঁধে
— একবারও দুরু দুরু বাঁ চোখ নেচেছে ?