ফিরে এসো পঞ্চমী কৈশোর
এক ঢাকে নেচে উঠি এক গ্রাম ,
বিস্ময় কোথা গেলে ? ভু্ঁইফোঁড়
এসেছিলে পেতে এই বদনাম !
তুলে নাও সময়ের কাঁটাতার
সেই মনে পেতে রাখা ব্যবধান ,
বিস্ময় ডুবে গেলে , কে সাঁতার
কেটে হবে আনন্দে সাম্পান ?
ফিরে এসো শিউলির টুপটাপ
চাঁদ ভেবে কুড়োতাম মাটিতে ,
সেই চোখ কোথা গেলে ? দুপদাপ
ফিরে এসো দৃষ্টির বাটিতে ।
ফিরে যাও অভিজ্ঞ আলপিন
জীবনের ভীড়ে ভোঁতা নিউরন ,
শিশিরের মেঘে ওড়ে আলাদিন
ফেরো সেই পরমাদে শনশন ।