অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত
পাগলা ঘন্টা আজ বেজে যাক সারা দেশটায় ,
অন্ততঃ একবার সমবেত ধ্বনির বিকাশে
শিল্প গড়।
গড়ে তোল মানুষের নীরব কান্নার ভাষা
তুলে ধর মনের গোপন আশা,
জীবন দুঃখের নয় শুধু
থাবা তুলে সংকেতে সে কথা জানাও।
অন্ততঃ একবার সিংহের থাবা তোল
থাবা তুলে জানাও সংকেত ,
দুঃখ ছেনে কিভাবে যে গড়তে হয়
সুখের আবেশ
ভাল করে জেনে নাও , বুঝে নাও
তারপর থাবা তুলে সংকেত
সে কথা জানাও।