শিল্পী
কলকাতায় থেকে থেকে সুখন তুখর হয়ে উঠেছে তড়বরিয়ে বাংলা কথা বলতে। হবে নাই বা কেন, সেই কবে তার বাবা মুলুক ছেড়ে এ দেশেতে ঘাটি। তবে রোজগেরে ব্যবসার ডাকটা ঠিক আছে—
” শিল কাটাউ…”
বেশ সুর করে বলতে হয়। তিন পুরুষের কারবার, খুঁড়োর কাছে তার হাতে খড়ি। কতবার সুখন ছেনি বা হাতুড়িতে ব্যথা পেয়েছে, তাতে কি?
ঐ দুটো তার হাতিয়ার আর মুখের বুলি–
” আশঘরের শিল মা ,তাহলে মাছ এঁকে দি?”
কিম্বা
” নমস্কার বড়মা, পদ্মফুল হবে ত?”
আর এক ঘরে হেসে শুধোয়,
” পাখি এঁকে দেবো খুকুমণি, না, বকুল ফুল?”
কারবার ডুবেছে সাথে শৈলী সৃষ্ট মন।