বুড়ো পুকুরের ধারে
জীর্ণ শিমুল গাছটি হেলে পড়েছে
দেখে মনে হয় পুকুরের জলের
সঙ্গে যেন অন্তরঙ্গতায় লীন।
দিনের বেলায় মাছরাঙা,বক এসে বসে,
নজর থাকে জলে,
মাছ দেখলেই ঝুপ করে পড়ে জলে।
শুকনো শরীরে দু একবার
কাঠঠোকরা ঠুকরেছিল,
ভীষণ ব্যথা লেগেছিল,
এখন তাজা গাছ সে খুঁজে পেয়েছে,
ঝুঁকে ঝুঁকে পুকুরের তল দেখে,
কতকিছু ডুবেছে ওর ভিতরে,
এত হৃদ্যতা থাকলেও
মরণের পরে সে ডুববে না,
ভাসবে পুকুরের জলে,
হয়তো কেউ তুলে
ভোজ্য রাঁধবে জ্বালিয়ে।