কেন সাধ জাগে বর প্রার্থনায়
দুধ ঢেলে শিবলিঙ্গের মাথায়
ভোলানাথই যেন স্বামী হয়
বিস্মকর্মা কার্তিক পছন্দ নয়?
ভোলানাথের গাঁজার নেশায়
স্বামী যদি ও’পথে পা বাড়ায়
তবে কি সংসার সুখের হয়?
এ,কথা তাদের কে যে বোঝায়?
শিবের মত কেন স্বামী চায়
মাতাল শিব তো গাঁজা খায়
স্বর্গ মর্ত্য দাপিয়ে বেড়ায়
ডমরু নিয়ে ছাই মাখা গায়।
কেন তারা করে শিবের আরাধনা
শিবের মত স্বামী কি সবাই পায়?
দিয়ে নিবিষ্ট মন শিবে উপাসনা
এই পথ তাদের কি সুখ দেয়?
যদি শিবরাত্রি উপবাস না করে
শিব জুটে যায় ঘরনীর ঘরে
পারে কি কেউ নিতে ভাগ্য কেড়ে?
ভাগ্য পড়ে যেন সকলের নজরে।
তবু জগৎ শিবের আরাধনায়
মেতেছে স্তব স্তুতি বন্দনায়
কেড়েছে মন বেড়েছে কুসংস্কার
মনের অপুষ্টিতে সমাজে অনাহার।