মা বলিতেন ছোট্ট বেলায়
চল কিছু লিখি;
দেওয়াল জুড়ে আঁকিবুঁকি
তাতেই কিন্তু শিখি।
লেখাপড়া শিখছে মেয়ে
ধন্য সবাই যেন;
দেওয়াল জুড়ে লেখাপড়া
খারাপ অভ্যাস কেন!
দাদু ঠাম্মি কিছু বললে
কাকু যেত চোটে
বাড়ির সবার আশকারাতে
খুকি জেতে ভোটে।
লেখাপড়ার জন্য গৃহে
ঝগড়া ঝাটি হতো;
খুকু যেন বাড়তে থাকে
সদা নিজের মতো।
হঠাৎ খুকি বড়ো হয়ে
খাতা কলম ধরে;
বাবা দেখি মনের মতো
রং টি করে ঘরে।
খুকি এখন মর্জিমতো
পড়াশোনা করে
চঞ্চলতা কোথায় গেল
আপনমনে পড়ে।