এসময় আর কে কার খোঁজ রাখে সম্পর্ক মুড়ে !
এমন কি মুখোমুখি হলেও
মুখের উপর দরজায় এঁটে দেয় খিল
চোখোচোখি হলে চটুল কথায় মুখ লুকোয়
মুখোশের আড়ালে
সরে দাঁড়ায় নিরাপদ দূরত্ব নিয়ে
বাতাসের গায়ে শুধুই মনখারাপের ফিসফাস চলতে থাকে
সময় কিছুটা ঘুরে দাঁড়ালেই
থমকে থাকা জীবনও নেমে যাবে পথে
উৎসব, সমারোহে,আতিথেয়তায় আর
নতুন আশ্বাস ও বিশ্বাসে
আহামরি অতিমারি,
টেনে হিঁচড়ে ভাসিয়ে দেবো তখন
ভরা কোটালে
দু’চোখের আলোয় ভেসে উঠবে নতুন স্বপ্ন
গড়ে উঠবে নতুন নির্মাণ
ও অন্তরঙ্গ আলিঙ্গন
এই সব কল্পনার আলপনা আঁকতে আঁকতে
ফিরে তাকিয়ে দেখছি– হেসে উঠেছে
ভোরের নতুন আলো, সূর্য্যমুখী
যা আমাদের নতুন করে হেসে ওঠা শেখায়
যা আমাদের নতুন করে স্বপ্ন দেখা শেখায়
যা আমাদের নতুন করে শিক্ষিত হতে শেখায় ।