শিক্ষক দিবসে শিক্ষক মশাই
ছাত্রদের ডেকে কন,
শিক্ষা লাভের গুরুত্ব কি
শিক্ষা কেমন ধন!
শিক্ষা জ্বালে জ্ঞানের আলো
অজ্ঞানতা করে দূর,
অজানাকে যে জানতে শিখে
জ্বালাবে জ্ঞানের নূর।
শিক্ষা নাশে আঁধার যত
দেখায় মানবতার পথ,
সু-শিক্ষাতে মানটা বাড়লে
চড়বে জ্ঞানেরই রথ।
ফুলের সুবাস যেমন করে
ছড়ায় মিঠেল ঘ্রাণ,
সততা রূপ জ্ঞানের ফুলে
মাতায় সবার প্রাণ।
মন- জমিনে ফুল ফোটাতে
জ্ঞানের পরশ চাই,
শিক্ষা অর্জন করলে তোমরা
সুযশ রাখবে তাই।
শিক্ষা গুরুর মিষ্ট কথায়
ছাত্র ছাত্রীরা কয়,
আপনার কথা শিরোধার্য হোক
অন্যথা কভু নয়।