বহুমুখী বহুরূপী বসুধায় যুদ্ধের শেষ নেই জেনে
শিশির সন্ধ্যা ফোটে আউশ আকাশে ।
রক্ত মেঘ শুষে শুষে ক্লান্ত কলম কূলে
আগমনী স্রোত আনে নোঙরের মাটি ।
আবারও সুজলা হয় অসফল মন
আবারও সুফলা হয় কোটি কোটি প্রশ্নের
নিরুত্তর উত্তর কোণ ।
মানবের ঘোষিত শত্রু মানুষের নয় ছয় রিপু
আর সব সুশৃঙ্খল প্রকৃতির ফুটো হওয়া পালে
স্বেচ্ছায় ছুটে আসা পতঙ্গের আত্মঘাতী রিফু ।
বন্ধ ঘামে অগুনতি ঘৃণার আগুনে ভরা বাণ ,
জেনেও বাঁচার বিবর্ণ বিবর ফুঁড়ে
জেগে ওঠে বারবার সারিসারি শিউলি সোপান ।