কয়েকটা অন্ধকার আমার দিকে এমন ভাবে এগিয়ে আসে
যেন মনে হয়
(আমার) ভেতরের আস্ত সূর্য টা কে গ্রাস করবে
মাথার ভেতরকার কেন্নগুলো কে নিয়মিত বিষ দিই
ওরা প্রতিবারই অন্যরূপে জীবিত হয়ে ওঠে
অঙ্কের প্রচলিত নিয়মের বাইরে জীবনকে কষলেই
লোকে পাগল বলবে এটাই স্বাভাবিক
কিন্তু প্রতিটা পাগলের মধ্যেই
একটা অতি সুস্থ মানুষ থাকে
আমরা অন্ধ হতে ভালোবাসি
পঞ্চভূত থেকে
একটু একটু করে উষ্ণতা নিয়ে
অন্দরমহলের সূর্য টা কে
দুরন্ত ছুরি বানিয়েছি
প্রতি টা আন্ধকারকে সুন্দর ভাবে হত্যা করতে
তার প্রতিটা রক্ত থেকে জন্ম নিক আমাদের
আগামীর শিউলি সকাল