আমি শিউলি,আমার জীবন কথা বলি,
ক্ষণিক আয়ু নিয়ে আমার ধরার বুকে আসা
গাছের শাখে ঝাঁকে ঝাঁকে ফুটে আমি থাকি
সুবাস আমার অঙ্গ জুড়ে মাতায় সবার চিত্ত
জানি আমি,এ সুবাস যে বিধাতারই দান
শুভ্র বর্ণে ললিত সুষমায় আমিই শিউলি ফুল
কেহ তুলে লয় আঁচল ভরে সাজাতে কবরী তার
কেউবা গাঁথে যতনে মালা জানিতে দেবতায়
কচিকাঁচা যত শিশুর দলে মুঠোতে লয়ে শুঁকে
আলোকিত মুখ খুশিতে উজ্জ্বল দেখে ভালো লাগে
শরৎকালে জন্ম আমার মায়ের আগমন ক্ষণে
অধীর অপেক্ষায় পথ চেয়ে রই মা আসবে বলে
জীবন আমার ধন্য মানি মায়ের পায়ে পরে
কত যে তৃপ্তির আস্বাদ জাগে ছোট্ট বুকের মাঝে
গৃহসজ্জার শোভাবর্ধনে আমাকে আদর করে
কল্যাণময়ী নারীগনে পবিত্রতার প্রতীক মানে
কত পাখি এসে মুগ্ধ হয়ে আমাকেই দেখে চেয়ে
মিঠে পবন মুচকি হেসে কত কথা যায় বলে
অলির দলে আসে মধু খেতে আমার আঙ্গিনা পরে
সময় ফুরালে ঝরে পড়ি আমি মলয়ের মৃদু ছোঁয়ায় ।