লাঞ্চিত মানবাত্মার মুক্তির সংগ্রামী
তাপস যে স্থান পেলো কারা-তপোবন
কৃচ্ছ্র সাধনের তরে। হায় ! মুক্তিকামী
নীরবে নিভৃতে নিঃশেষিছে তনুমন ।
নিষ্পাপ তাপস-তনয়ারা মক্ষীরাণী
সেজে সভ্যতার কামনার বলি হয় ,
সৃষ্টি করে পৃথিবীর জঞ্জাল-জ্বালানী
অসংখ্য কুমারী কুন্তীর কর্ণ তনয় ।
শতাব্দীর পুঞ্জীভূত অব্যক্ত কান্নায়
বসুন্ধরা গুমরায় অসহায় হয়ে
তাহাকে ভরি’ দাও সহানুভূতি দিয়ে
ধ্বংস ডেকে এনো না এ সুন্দর বসুন্ধরায় ।
কাব্যতে জাগাও জাগরণের প্রফেট
কবির সাধনা হোক শান্তির সনেট ।