পদ্মপাতায় জীবন খানা
আসবে কখন পরোয়ানা
বলতে কি কেউ পারে,
সবে ঘুরে সুখের পিছে
বৃথা সময় কাটায় মিছে
সুখ আসেনা দ্বারে।
মায়ায় ঘেরা ভবের সংসার
মোহের জালে সঙ সাজা সার
যেতেই হবে ফেলে,
মন দর্পণে নিজকে দেখে
বিবেক বোধে নাও না শেখে
জীবনে কি পেলে?
জ্ঞানী গুণীর পুঁথি পড়ে
জ্ঞানের আলোয় মনটা ভরে
দীনের সেবা করো,
ধর্ম কর্মে করলে হেলা
শেষের দিনে বুঝবে ঠেলা
প্রভুর চরণ ধরো।
থাকলে সবে ভালোবাসায়
প্রীতি মুছবে সকল দ্বিধায়
চড়বে সত্যের রথে,
ন্যায়ের পথে প্রভু থাকেন
বিপদ কালে হাতটা রাখেন
থাকবে শান্তির পথে।