সুখের মহিমা দেখো কি অপার!
ছুটছে সবাই সুখের পিছন শান্তির দেখা নাই,
বিশ্ববাজারে শান্তির আকাল,
রাষ্ট্র নেতারা তাই হারায় মনের শান্তি বার বার।
বিশ্বায়নের মুক্ত বাজারে একটু সুখ কেনার আশায়, জড়ায় মোহ জালে ক্ষমতার,
বলতে পারো…
কোন হাটে গেলে তাকে,আবার ফিরে পাবো?
এ দেশ ও দেশ,কত দেশেই খুঁজি তারে
পাইনা দেখা, চারিদিকে কেবল রক্ত ঝরে,
চাপ চাপ জমাট রক্তে বুকের ভেতর ধড়ফড়ে।
যে দিকে তাকাই শুধু লাশের পাহাড়,
মূল্যহীন মানব জীবন পদতলে আনি
চলছে কেবল হানাহানি,
রণ হুঙ্কারে দামামা পিটিয়ে চলছে শক্তি প্রদর্শনের খেলা।
শান্তি সেথায়,লজ্জা বেদনায় লুকিয়ে মুখ ঢাকা,
ভাবছি এবার কি করি…..
যাবো নাকি শান্তির খোঁজে চাঁদের দেশে!
স্নিগ্ধ আলোয় নতুন করে যদি খুঁজে পাই
হারানো শান্তি সেথা !