ঘুমা দুঃখ হৃদয়ের ধন , ঘুমা তুই ঘুমা রে এমন । সুখে সারা দিনমান শোণিত করিয়া পান এখন তো মিটেছে তিয়াষ ? দুঃখ , তুই সুখেতে ঘুমাস । আজ জোছনার রাত্রে বসন্তপবনে , অতীতের পরলোক ত্যজি শূন্যমনে , বিগত দিবসগুলি শুধু একবার পুরানো খেলার ঠাঁই দেখিতে এসেছে এই হৃদয়ে আমার -- যবে বেঁচেছিল তারা এই এ শ্মশানে দিন গেলে প্রতিদিন পুড়াত যেখানে একেকটি আশা আর একেকটি সুখ , সেইখানে আসি তারা বসিয়া রয়েছে অতি ম্লান মুখ । সেখানে বসিয়া তারা সকলে মিলিয়া অতি মৃদু স্বরে পুরানো কালের গীতি নয়ন মুদিয়া ধীরে গান করে । দুঃখ , তুই ঘুমা । ধীরে উঠিতেছে গান , ক্রমে ছাইতেছে প্রাণ , নীরবতা ছায় যথা সন্ধ্যার গগন । গানের প্রাণের মাঝে তোর তীব্র কণ্ঠস্বর ছুরির মতন । তুই থাম্ দুঃখ , থাম্ । তুই ঘুমা দুঃখ , ঘুমা । কাল উঠিস আবার , খেলিস দুরন্ত খেলা হৃদয়ে আমার ; হৃদয়ের শিরাগুলি ছিঁড়ি ছিঁড়ি মোর তাইতে রচিস তন্ত্রী বীণাটির তোর , সারাদিন বাজাস বসিয়া ধ্বনিয়া হৃদয় । আজ রাত্রে রব শুধু চাহিয়া চাঁদের পানে , আর কিছু নয় ।