নীল আকাশে শুভ্র মেঘে
ভাসায় তাদের ভেলা,
এবার হলো ধরার বুকে
শরৎ আসার বেলা।
কাশের বনে জাগলো সাড়া
হাওয়ায় চামর দুলে,
শরৎ সখি আর দেরী নয়
বলছে শিউলি ফুলে।
শিউলি কাশে ফুটছে রাশে
সুবাস ছড়ায় দূরে,
শরৎ সখির সাথে দুর্গা
আসছে ভুবন পুরে।
শিশির ঝরে ঘাসের পরে
শিউলি ফুলে ভরে,
পারুল টিয়া দিলখুশিতে
কুড়োয় থরে থরে।
রূপের খনি বঙ্গভূমি
ফলে ফুলে ঘেরা,
ঋতুর মাঝে শরৎ সখি
সবার চেয়ে সেরা।